কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সব সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২০-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। প্রথম ধাপের এই আবেদন চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। এসএসসি ও সমমানের পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। গত ৮ আগস্ট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে এবার দুই ধাপে ভর্তি আবেদন করার সুযোগ দিচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বুধবার (৯আগস্ট) থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি, ডিপ্লোমা-ইন-ফিশারিজ, ডিপ্লোমা-ইন-লাইভস্টক এবং ২ বছর মেয়াদি এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স ও সার্টিফিকেট-ইন-মেরিন ট্রেড কোর্স শিক্ষাক্রমে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তির আবেদন অনলাইনে পূরণ করে ১৬০ টাকা ফি জমা দিতে হবে। বিস্তারিত কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইট www.bteb.gov.bdwww.btebadmission.gov.bdসহ সংশ্লিষ্ট সব অধিদপ্তর প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে।

পলিটেকনিকে ভর্তির বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন :

http://www.bteb.gov.bd/sites/default/files/files/bteb.portal.gov.bd/notices/c38ee0a5_bdf5_4e5b_87d3_f4de44b4f897/6067.1.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে