ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে আগামী ১ থেকে ১০ সেপ্টেম্বর সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। দুই গ্রুপে খেলবে ৬ দল। বাংলাদেশ পড়েছে এ-গ্রুপে, যেখানে তাদের সঙ্গী ভারত ও নেপাল। বি-গ্রুপে রয়েছে ভুটান, মালদ্বীপ ও পাকিস্তান।

১ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, এরপর ৩ সেপ্টেম্বর খেলবে নেপালের বিপক্ষে। গ্রুপ পর্ব শেষে ৭ সেপ্টেম্বর দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নিয়ে হবে দুটি সেমিফাইনাল। ১০ সেপ্টেম্বর হবে ফাইনাল ম্যাচ। আর ২১ থেকে ৩০ সেপ্টেম্বর নেপালের দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ।

এদিকে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে বি-গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও ভুটান। এ-গ্রুপে স্বাগতিক নেপালের সঙ্গী মালদ্বীপ ও পাকিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ ২১ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে। ২৩ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দ্বিতীয় গ্রুপ ম্যাচ খেলবে লাল-সবুজরা। ২৭ সেপ্টেম্বর হবে দুটি সেমিফাইনাল। ৩০ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে অনূর্ধ্ব-১৯ সাফের। সব ম্যাচ হবে দশরথ স্টেডিয়ামে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে