স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে ৪০১ জন মিডওয়াইফ নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি), সেই বিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্যতা সংশোধন ও সময় বৃদ্ধি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রার্থীদের আবেদনের যোগ্যতা পরিবর্তন করে, এইচএসসি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং মিডওয়াইফারি বিষয়ে স্নাতক পাস হতে হবে, এই শিক্ষাগত যোগ্যতা করা হয়েছে । পিএসসির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে মিডওয়াইফ পদে আবেদনের শেষ সময় ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। আবেদন ফি বাবদ ৫০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। প্রার্থীদের টেলিটকের http://bpsc.teletalk.com.bd/ncad/apply.php ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের http://www.bpsc.gov.bd/ ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি (বিপিএসসি ফরম-৫-এ) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমা দিতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে