দেশের বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ ২৬ জুলাই (বুধবার) থেকে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তিচ্ছু দেশী শিক্ষার্থীদের টেলিটকের এর মাধ্যমে http://dgme.teletalk.com.bd/ এ অনলাইনে আবেদন করতে হবে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি ১০০০ টাকা। অনলাইনে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। তবে আবেদন ফি জমাদান দেওয়া যাবে ৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত। ভর্তির জন্য নির্বাচিতদের আগামী ৯ আগস্ট এসএমএস পাঠানো হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে