শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শক পদের লিখিত পরীক্ষা ঢাকার আগারগাঁওয়ে শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে। এ পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৮৪ জন। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রার্থীদের ৪ ঘণ্টায় বাংলায় ৪০ নম্বর, ইংরেজিতে ৪০, সাধারণ জ্ঞানে ৪০ ও প্রাসঙ্গিক টেকনিক্যাল (যন্ত্রকৌশল) বিষয়ে ৮০ নম্বরসহ মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীদের স্বাস্থ্য মন্ত্রণালয় জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাস্ক পরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কোনো প্রার্থীকে মাস্ক ছাড়া পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। অনলাইনে রেজিস্ট্রেশনকারী প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট অথবা বাংলাদেশ টেলিটক লিমিটেডের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার ২ ঘণ্টার মধ্যে কোনো প্রার্থী পরীক্ষাকক্ষ ত্যাগ করতে পারবেন না।

বয়লার পরিদর্শক পদের লিখিত পরীক্ষার সময়সূচি দেখতে নিচের লিংকে ক্লিক করুন :  http://www.bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/4501a53c_889f_42ec_9a40_1f07f2e50848/Image_313.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে