ইংলিশ প্রিমিয়ার লিগে হঠাৎ করেই ক্লাবের মালিকানা বিক্রির প্রতিযোগিতা শুরু হয়েছে।  এর মধ্যে যুক্তরাষ্ট্রের নারী ধনকুবের ডেনিস ডিবারটোলো ইয়র্ক ইংল্যান্ডের লিডস ইউনাইটেড ক্লাব কিনে নিয়েছেন। এর মাধ্যমে ডেনিসের প্রতিষ্ঠান ফোরটি নাইনার্স এন্টারপ্রাইজেস লিডসের মালিক বনে গেল। তবে ফুটবলের সাথে এই নারী ধনকুবেরের পথচলা এবারই নতুন নয়। আগে থেকেই তিনি যুক্তরাষ্ট্রের এনএফএলের (আমেরিকান ফুটবল) দল সান ফ্রান্সিসকো ফোরটি নাইনার্সেরও মালিক। বিষয়টি নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স। গত মৌসুমের আশানুরূপ সাফল্য না পাওয়া লিডস ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে যায়। এরপরই এলো ক্লাবটির মালিক বদলের খবর।

ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) কর্তৃপক্ষ গত ১৮ জুলাই লিডসের মালিকানা বিক্রির অনুমোদন দিয়েছে। আনুষ্ঠানিকভাবে নতুন মালিকের হাতে ক্লাবটি হস্তান্তরের পর পরিবর্তন আসবে চেয়ারম্যানের দায়িত্বেও। ইতালিয়ান ব্যবসায়ী আন্দ্রেয়া রাদরিৎসানির জায়গায় তখন চেয়ারম্যান হবেন পরাগ মারাঠি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে