টেস্ট ক্রিকেটে বাজবল নামের তত্ত্বের আক্রমণাত্মক এক ধারার সূচনা করেছে ইংল্যান্ড। শুধু মাঠের ক্রিকেটেই না, এখন মাঠের বাইরেও প্রতিপক্ষের উপর মনস্তাত্ত্বিক চাপ ফেলার চেষ্টায় ইংল্যান্ড। সেই চাপের অংশ হিসেবেই টেস্ট শুরুর আগেই একাদশ ঘোষণা করেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। আগামীকাল (১৯ জুলাই) থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের চতুর্থ টেস্টে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। পেস অ্যাটাকে অ্যান্ডারসনের সাথে থাকবেন চলতি অ্যাশেজের সর্বোচ্চ উইকেট শিকারী স্টুয়ার্ট ব্রড। দলের বাকি পেসার হিসেবে আছেন মার্ক উড এবং ক্রিস ওকস।  দলের ব্যাটিং অর্ডারের পরিবর্তনের কথাও নিশ্চিত করেছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। চতুর্থ টেস্টে তিন নাম্বার পজিশনে ব্যাট করবেন অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলী। যদিও হেডিংলির তৃতীয় টেস্টে এই পজিশনে ব্যাট করে খুব বেশি সফলতা পাননি মঈন আলী।

ইংল্যান্ডের চতুর্থ টেস্টের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, মঈন আলী, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে