৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ৩টি ব্রোঞ্জ এবং ২টি সম্মানজনক স্বীকৃতি পেল বাংলাদেশ গণিত দল। গণিত অলিম্পিয়াডে ৬টি প্রশ্ন সমাধানের জন্য ৪২ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হয়। নম্বর ভেদে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ প্রদান করা হয় শিক্ষার্থীদের। এবারের গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জ অর্জন করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নুজহাত আহমেদ (২৪ নম্বর), ঢাকা কলেজের এস এম এ নাহিয়ান (২৪ নম্বর), রংপুরের আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শাহরিয়ার হোসেন (২০ নম্বর) এবং সম্মানজনক স্বীকৃতি পে‌য়ে‌ছেন ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের দেবপ্রিয় সাহা রায় (১৭ নম্বর) ও চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জিতেন্দ্র বড়ুয়া (১৬ নম্বর)। এ ছাড়া দলের অন্য সদস্য কুষ্টিয়া সরকারি কলেজের ইমাদ উদ্দীন আহমাদ  পেয়েছেন ৯ নম্বর।

আজ বুধবার (১২ জুলাই) জাপানের স্থানীয় সময় বেলা ৩টায় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পদক প্রদান করা হবে। এবারের আয়োজনে ১১২টি দেশের ৬১৮ জন শিক্ষার্থী অংশ নেন। যাঁদের মধ্যে ৬৭ জন নারী শিক্ষার্থী। এ বছর ৩২ বা তদূর্ধ্ব নম্বর পেয়ে ৫৪ জন স্বর্ণপদক, ২৫ বা তদূর্ধ্ব নম্বর পেয়ে ৯০ জন ‌রৌপ্য, ১৮ বা তদূর্ধ্ব নম্বর পেয়ে ১৭০ জন ব্রোঞ্জপদক পেয়েছেন। ১৯২ জন বিশেষ সম্মানসূচক স্বীকৃতি পেয়েছেন। ৫ শিক্ষার্থী ৪২-এ ৪২ নম্বর পেয়ে পারফেক্ট স্কোর করেছেন। এ বছর দলীয়ভাবে ১০৯টি দেশের মধ্যে ২৪০ নম্বর পেয়ে ৬টি স্বর্ণপদক নিয়ে প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে চীন। যুক্তরাষ্ট্র ২২২ নম্বর নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। দক্ষিণ কোরিয়া ২১৫ নম্বর নিয়ে তৃতীয়। বাংলাদেশ ১১০ নম্বর পেয়ে ৪৬তম স্থান অধিকার করেছে। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত ১৭৪ নম্বর নিয়ে নবম হয়েছে। দুজন ভারতীয় শিক্ষার্থী স্বর্ণপদক পেয়েছেন। পাকিস্তান ৪২ নম্বর নিয়ে ৮১তম ও নেপাল ২৬ নম্বর নিয়ে ৯২তম স্থান অধিকার করেছে। মিয়ানমার ৩২ নম্বর পেয়ে ৮৮তম, শ্রীলঙ্কা ৮০ নম্বর পেয়ে ৭০তম হয়েছে। আয়োজক দেশ জাপান ১৮১ নম্বর পে‌য়ে ষষ্ঠ স্থান অর্জন করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে