তামিম ইকবালকে ডাক্তার দেখানোর জন্য ইংল্যান্ডের লন্ডনে দুটি মেডিকেল সেন্টারের সময় নেওয়া হয়েছে। সেখান থেকে পাওয়া আপডেট অনুযায়ী তামিমকে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লন্ডনে যাওয়ার আগে তামিম যাবেন দুবাই। গত ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘তামিম দুবাই যাচ্ছে, ওখান থেকে ২৫ বা ২৬ তারিখে ইংল্যান্ড যাবে। লন্ডনে দুটি মেডিকেল সেন্টারে তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। ডাক্তার দেখাবে। সেখান থেকে কী হচ্ছে না হচ্ছে আমাকে আপডেট জানাবে। আমাদের খুব দ্রুতই ২৫-২৬ জনের একটা প্রাথমিক স্কোয়াড (এশিয়া কাপের) হবে। তার আপডেট অনুযায়ী বুঝতে পারব সে কবে যোগ দিতে পারবে।’

তামিম অধিনায়ক হয়ে ফিরবেন কি না জানতে চাইলে জালাল ইউনুস বলেন, ‘আগে আসুক, আমরা আলোচনা করছি তার সঙ্গে। তার ফিটনেসের ব্যাপার আছে। সে বলেছে, আমি ফিরে আসি আগে। তারপর এগুলো নিয়ে আলাপ করব।’ এছাড়া মাশরাফি মুর্তজাকে বিশ্বকাপের মেন্টর করা নিয়ে তিনি বলেন, ‘এখন সিদ্ধান্ত তো বোর্ডের। নিশ্চয়ই মাশরাফি একজন সংসদ-সদস্য। সাবেক অধিনায়ক। সে তো আসার কথা। আনুষ্ঠানিকভাবে আসুক আমাদের কাছে। সে ভালো অধিনায়ক। বোর্ডে এলে আমরা আলাপ করব।’ তবে প্রধানমন্ত্রীর সঙ্গে তামিমের কী কথা হয়েছে, সেটা নিয়ে বলতে চান নি জালাল ইউনুস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে