মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার (১১ জুলাই) তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয় বাংলাদেশভারত নারী দল। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উইকেট হারিয়ে ভারত ৯৫ রান করে। বাংলাদেশের সামনে ৯৬ রানের লক্ষ্য দেয় ভারত। সফরকারী দুই ওপেনার স্মৃতি মান্ধানা শেফালি ভার্মা ভালো শুরুই করেছিলেন। তাদের ৩৩ রানের জুটি ভাঙেন নাহিদা আক্তার। স্লগ সুইপ করতে গিয়ে নাহিদার বলে বোল্ড হওয়ার আগে চারে ১৩ বলে ১৩ রান করেন তিনি। পরের ওভারেই ফিরে যান তার উদ্বোধনী সঙ্গী শেফালি। চারে ১৪ বলে ১৯ রান করা এই ব্যাটারকে আউট করেন সুলতানা খাতুন, ক্যাচ নেন সোবহানা মোস্তারি। ফাহিমা খাতুনের বলে উইকেট হারানোর আগে ১৩ বলে ১১ রান করেন ভাটিয়া। এরপর জেমাইমা রদ্রিগেজকে ২১ বলে রান করার পর রাবেয়া খান ২১ বলে রান করা হারলিন দেওলকে আউট করেন সুলতানা খাতুন। শেষদিকে দীপ্তি শর্মা ১৪ বলে ১০ আমানজোত কৌর ১৭ বলে ১৪ রান করেন।

জেতার জন্য ৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭ রান করেছে বাংলাদেশ। জিততে হলে বাংলাদেশকে ৭৮ বলে ৬৯ রান করতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে