আলপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২৩-এ বিশ্বসেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকা প্রকাশ করেছে। সারা বিশ্বের ২২ হাজার ২০টি বিশ্ববিদ্যালয়ের ১৩ লাখ ৫২ হাজার ৫৯ বিজ্ঞানী ও গবেষক এই র‍্যাংকিংয়ে স্থান পেয়েছেন।

বিজ্ঞানী ও গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের গত ৬ বছরের গবেষণার এইচ-ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করে থাকে এডি সায়েন্টিফিক। বিশ্বের সেরা গবেষক, মহাদেশভিত্তিক সেরা গবেষক এবং দেশভিত্তিক সেরা গবেষকের তালিকা প্রকাশ করা হয়েছে র‍্যাংকিংয়ে। তালিকায় বাংলাদেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার ২৬২ জন বিজ্ঞানী ও গবেষক জায়গা পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৫২৪ জন তালিকায় স্থান করে নিয়েছেন। তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরই আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তালিকায় জায়গা পেয়েছেন ৫০৫ জন। এরপরই বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ৪৮৩ জন তালিকায় স্থান পেয়েছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৩৯২ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২৪০, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২২৫, আইসিডিডিআরবি থেকে ২১৩, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৭২, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৭৬ জন তালিকায় স্থান পেয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে