আমেরিকায় দেখা মিলবে উড়ন্ত গাড়ির। মার্কিন সংস্থা আলেফের তৈরি উড়ন্ত গাড়িটিকে আইনি অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন। খবরে প্রকাশ, আমেরিকার ক্যালিফোর্নিয়ার ‘আলেফ অ্যারোনেটিক্স’ তৈরি করেছে একটি ইলেকট্রিক গাড়ি, যা বিমানের মতোই টেক অফ ও অবতরণে সক্ষম। ২০২২ সালে প্রথম আত্মপ্রকাশ ঘটে গাড়িটির। এটি রাস্তা গিয়ে চলতে পারে। আবার চাইলেই তাকে আকাশপথে উড়িয়ে নিয়ে যাওয়া যায়। একবার চার্জ দিলে এই গাড়ি ১৭৭ কি.মি. আকাশপথে ও ৩২২ কি.মি. সড়কপথে পাড়ি দিতে সক্ষম।

জানা গেছে, গাড়িটির মূল্য ৩ লাখ মার্কিন ডলার। তবে এখনও এই গাড়ির বিক্রয়যোগ্য মডেলের নির্মাণ শুরু হয়নি। ২০২৫ সাল থেকে তা শুরু হওয়ার কথা রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে