জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’, ‘সি’ ও ‘ই’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। গত ২০ জুন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়। নিয়ম অনুযায়ী নির্ধারিত আসনের ১০ গুণ বেশি সংখ্যক পরীক্ষার্থীর মেধাতালিকা ফলে উল্লেখ করা হয়েছে।

কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক বলেন, ‘সি’ ইউনিটের পরীক্ষায় ৩৮৮টি আসনের বিপরীতে ৪১ হাজার ৪৪৫ জন আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ৩২ হাজার ৫১০ জন। এ মধ্যে পাস করেছেন ৩৭ শতাংশ শিক্ষার্থী। তাদের মধ্যে ছেলে ৬১ শতাংশ ও মেয়ে ৬৪ শতাংশ।

সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩৮৬টি আসনের বিপরীতে ৪১ হাজার ৪৬৯ শিক্ষার্থী আবেদন করেন। নিয়ম অনুযায়ী, নির্ধারিত আসনের ১০ গুণ বেশি সংখ্যক পরীক্ষার্থীর মেধাতালিকা ফলে উল্লেখ করা হয়েছে। তবে এবার শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্য মেধাস্থান দেওয়া থাকবে। বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা বলেন, ‘ই’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে ১৮ হাজার ৯৭ জন শিক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় ১৩ হাজার ৫৫৫ জন অংশ নেন। এর মধ্যে পাসের হার ৪০ শতাংশ।

ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে juniv-admission.org পাওয়া যাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে