পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলের এশিয়া কাপে আগেই সম্মতি জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওয়ানডে সংস্করণের এবারের এশিয়া কাপ ক্রিকেট ৩১ আগস্ট শুরু হবে এবং ফাইনাল ম্যাচ হবে ১৭ সেপ্টেম্বর।  চলতি এশিয়া কাপ হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। পাকিস্তান মূল আয়োজক হলেও ম্যাচ বেশি পাচ্ছে শ্রীলঙ্কা। মোট ম্যাচ ১৩টি, শ্রীলঙ্কায় হবে ৯টি ম্যাচ। বাকি ৪টি ম্যাচ পাকিস্তানে হবে। পাকিস্তানে হওয়া সবগুলো ম্যাচই হতে পারে লাহোরে।

এশিয়া কাপের প্রথম পর্বে খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্ব খেলবে এই ছয় দল। সুপার ফোর নামের পরের পর্ব যাবে দুই গ্রুপের শীর্ষে থাকা ৪  দল। সুপার ফোরের শীর্ষ দুটি দল মুখোমুখি হবে ফাইনালে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে