আইসিসির মে মাসের সেরা পুরুষ খেলোয়াড় ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন আইরিশ ক্রিকেটার হ্যারি ট্যাক্টর। এই তালিকার তিনি পেছনে ফেলেছেন নাজমুল হোসেন শান্ত ও বাবর আজমকে। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১১৩ বলে ৭ চার ও ১০ ছক্কায় ক্যারিয়ার সেরা ১৪০ রানের ইনিংস খেলেন তিনি। যদিও তা বিফলে যায় শান্তর অসাধারণ সেঞ্চুরির পর। তৃতীয় ম্যাচে ৪৫ রানের ইনিংস খেললেও কোনো কাজে আসেনি। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে আইসিসি মাসসেরা নির্বাচিত হলেন ডানহাতি এই ব্যাটার।

ছেলেদের পাশাপাশি মেয়েদের মে মাসের সেরা খেলোয়াড় ঘোষণা করেছে আইসিসি। শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও হার্শিথা সামারাবিক্রমাকে টপকে এই পুরস্কার জিতে নেন থাইল্যান্ডের থিপোয়াচ পুত্থাওং।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে