অবশেষে ট্রেবল জিতলো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। যারা এর আগে কখনও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে পারেনি, এবার তারা রেকর্ড গড়েই জিতলো। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিটি। তবে দলের চেয়েও কোচ পেপ গার্দিওলা ব্যক্তিগতভাবে অনন্য রেকর্ড গড়েছেন। প্রথম কোনো কোচ হিসেবে দুবার ট্রেবল জয়ের নতুন রেকর্ড গড়েছেন গার্দিওলা।

গত ১০ জুন ইন্টার মিলানের সঙ্গে ম্যানসিটির ফাইনালে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও খেলা চলছিল ঢিমেতালে। অবশেষে ৬৮তম মিনিটে সিটি ভক্তদের আনন্দে ভাসালেন রদ্রি। দারুণ শটে গোল করেন সিটির স্প্যানিশ এই মিডফিল্ডার। যদিও পরে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ইন্টার মিলান। তবে কাজে লাগাতে ব্যর্থ হয় ইতালিয়ানরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে