ইসিএ ইন্টারন্যাশনাল কস্ট অব লিভিং, সংস্থাটি বিশ্বের কোন কোন শহরে থাকা ও খাওয়ার জন্য প্রবাসীদের সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয়, ২০২৩ সালের এমন একটি তালিকা প্রকাশ করেছে। তাদের প্রকাশিত ২০২৩ সালের তালিকা অনুযায়ী, বিশ্বে প্রবাসীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল হলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। ২০২২ সালে এই তালিকার শীর্ষে ছিল চীনের হংকং। এই শহরকে পেছনে ফেলে প্রথমে উঠে এসেছে নিউইয়র্ক। বর্তমানে বাড়ি ভাড়া আকাশচুম্বী হওয়ায় এ তালিকার শীর্ষ পাঁচে সিঙ্গাপুরের অবস্থান। বিশ্বের যেসব শহরে প্রবাসীদের বসবাস বেশি, সেসব শহরের নিত্য প্রয়োজনীয় পণ্য-সেবা, বাড়ি ভাড়ার বিষয়টি বিশ্লেষণ করে ১২০টি দেশের ২০৭টি শহরের তালিকা প্রকাশ করেছে ইসিএ ইন্টারন্যাশনাল কস্ট অব লিভিং সংস্থাটি।

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ২০টি শহরের তালিকা নিচে দেয়া হলো-

১। নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র, ২। হংকং, চীন, ৩। জেনেভা, সুইজারল্যান্ড, ৪। লন্ডন, যুক্তরাজ্য, ৫। সিঙ্গাপুর, ৬। জুরিখ, সুইজারল্যান্ড, ৭। সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র, ৮। তেল আবিব, ইসরায়েল, ৯। সিউল, দক্ষিণ কোরিয়া, ১০। টোকিও, জাপান, ১১। বার্ন, সুইজারল্যান্ড, ১২। দুবাই, সংযুক্ত আরব আমিরাত, ১৩। সাংহাই, চীন, ১৪। গুয়াংজু, চীন, ১৫। লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র, ১৬। শেনজেন, চীন, ১৭। বেইজিং, চীন, ১৮। কোপেনহেগেন, ডেনমার্ক, ১৯। আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত, ২০। শিকাগো, যুক্তরাষ্ট্র।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে