এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত দিনব্যাপী এডুকেশন এক্সপো আজ সোমবার (৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হয়েছে। এই এক্সপোতে ৬০টির বেশি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান তাদের গবেষণা, প্রকাশনা ও উদ্ভাবন নিয়ে উপস্থিত হয়েছে। এই এডুকেশন এক্সপো সকাল ৯টা থেকে শুরু হয়েছে, যা রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

বিকেলে এডুকেশন এক্সপো’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দিনব্যাপী এই এক্সপোতে একাডেমি-ইন্ডাস্ট্রিজ লিংকেজ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও পিএইচডির সুযোগ নিয়ে দু’টি সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া একটি বিশেষ সেশনে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার বিষয় নির্বাচন ও ক্যারিয়ার ভাবনা নিয়ে বক্তব্য রাখবেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আয়মান সাদিক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে