জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (অনার্স) ভর্তি পরীক্ষায় এক হাজার ৮৪৪টি আসনের বিপরীতে ২ লাখ ৪৯ হাজার ১০টি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে এ বছর আসন প্রতি লড়বে প্রায় ১৩৬ জন শিক্ষার্থী। তবে যেসব শিক্ষার্থী আবেদন করেছেন এবং ওয়েবসাইটে প্রোফাইল তৈরি করেছেন, কিন্তু টাকা জমা দেননি তারা আজ শনিবার (৩ জুন) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টাকা জমা দেয়ার সুযোগ পাবেন। গত ১ মে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এসব তথ্য জানান।

উল্লেখ্য, জাবিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গত ৯ মে থেকে শুরু হয়ে ৩১ মে রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়। আগামী ১৮ জুন থেকে ২২ জুনের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে চারুকলা বিভাগের (সি-১ ইউনিট) ব্যবহারিক পরীক্ষা ২৫ ও ২৬ জুন অনুষ্ঠিত হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে