সমন্বিত গুচ্ছ পদ্ধতির ২২ সরকারি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শনিবার (৩ জুন)। দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১টা পর্যন্ত চলবে পরীক্ষা। আসনপ্রতি লড়বে ১৭ জন ভর্তিচ্ছু। ‘এ’ ইউনিটে তথা বিজ্ঞান অনুষদে মোট আবেদন করেছে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ‘এ’ ইউনিটে মোট আসন সংখ্যা ৯ হাজার ৮৭৫টি।

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের মোট ১৯ কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন মোট ৫৬ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাড়াও ৮টি উপকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপকেন্দ্র ৮টি হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বাংলা কলেজ ও গভ. কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে