ছেলেদের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যখন আবেদন হারাচ্ছে তখন নারীদের নিয়ে আশার কথা শোনাচ্ছে বিসিবি। বেশ কয়েক বছর ধরেই অবশ্য এই নিয়ে আলোচনা হচ্ছিল। এবার বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল জানালেন দুই-এক বছরের মধ্যে নারী বিপিএল আয়োজনের ভাবনা রয়েছে তাদের। নারী আইপিএল খ্যাত টুর্নামেন্টকে এবার বড় আকারে আয়োজন করেছে ভারতীয় বোর্ড। নাম দিয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ। তাদের দেখানো পথে বিশ্বের আরও কয়েকটি জায়গায় এ ধরণের টুর্নামেন্ট হচ্ছে।

বাংলাদেশেও এমন কিছু করতে চায় বিসিবি। পরিকল্পনা আছে আগামী দুই-এক বছরের মধ্যে আয়োজনের। গত ৩১ মে শফিউল আলম চৌধুরী নাদেল সাংবাদিকদের যেমনটা বলছিলেন, ‘এখন এই প্রশ্নটা বিভিন্নভাবেই হচ্ছে। অনেকেরই আগ্রহ দেখা যাচ্ছে৷ এই আগ্রহ যদি অব্যাহত থাকে হয়তো ২-১ বছরের মধ্যে বাংলাদেশে নারী বিপিএল শুরু হবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে