হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় ইউরোপা লিগে পাওলো দিবালার গোলে এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারেনি রোমা। নিজেরাই নিজেদের জালে বল পাঠায় তারা। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমে উঠে। কিন্তু কোনো গোলের দেখা মিলেনি। ১২০ মিনিটের খেলা শেষে টাইব্রেকারে মিলে বিজয়ী দলের দেখা। আরও একবার ইউরোপা লিগ জয়ের উচ্ছ্বাসে ভাসে সেভিয়া।

গত ৩১ মে রাতের ফাইনালে পেনাল্টি শুটআউটে ৪-১ গোলে জিতেছে স্প্যানিশ ক্লাবটি। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলের পর অতিরিক্ত সময়ও ওই স্কোরলাইনে শেষ হয়। টাইব্রেকারে সেভিয়ার চার জন শট নিয়ে সবাই পান সাফল্য। আর অসাধারণ সেভ করে নায়ক বনে যান সেভিয়ার গোলরক্ষক ইয়াসিন বোনো। রোমার ব্রায়ান ক্রিস্তান্ত শুধু জালের দেখা পান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে