ম্যানচেস্টার সিটিকে চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়েছেন পেপ গার্দিওলা। প্রিমিয়ার লিগ জেতার স্বীকৃতিও পেলেন স্প্যানিশ কোচ। সিটিকে টানা তৃতীয় এবং ছয় মৌসুমে পঞ্চম লিগ শিরোপা জিতিয়েছেন গার্দিওলা। আর তাতে ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) বর্ষসেরা ম্যানেজারের পুরস্কার জিতে নিয়েছেন গার্দিওলা।

মৌসুম শেষে ইংল্যান্ডের সব ডিভিশনের কোচদের ভোটে বর্ষসেরা কোচ নির্বাচন করা হয়। এ নিয়ে তিনবার এই পুরস্কার পেলেন গার্দিওলা। স্পর্শ করলেন ডেভিড ময়েসকে। প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ পাঁচবার বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। তার সম্মানে পুরস্কারের নামই হয়ে গেছে ‘স্যার অ্যালেক্স ফার্গুসন ট্রফি’। শুধু এলএমএর সেরাই নয়, প্রিমিয়ার লিগের ‘ম্যানেজার অব দ্য ইয়ার’ও নির্বাচিত হয়েছেন গার্দিওলা। এ নিয়ে চতুর্থবারের মতো তিনি জিতলেন এই পুরস্কার। ১১ বার এ পুরস্কার জিতে এখানেও তার উপরে রয়েছেন ফার্গুসন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে