আর্জেন্টিনায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি ব্রাজিলের। বিশ্বকাপ যাত্রার শুরুতেই ইতালির কাছে হার নেইমার জুনিয়রের উত্তরসূরীদের কঠিন সমীকরণের মুখে ফেলে দেয়। মূলত সেলেসাওদের পথ কঠিন হয়ে ওঠে নাইজেরিয়ার কাছে ইতালির পরাজয়ে। তবে গ্রুপপর্বের শেষ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই তারা শেষ ষোলোয় পা রেখেছে।

গত ২৭ মে বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ ছিল ব্রাজিলের জন্য ডু অর ডাই ম্যাচ। অন্তর্বর্তীকালীন কোচ র‌্যামন মেনেজেসের শিষ্যরা নাইজেরিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ জিতেই নিজেদের মিশনের দিকে এগিয়ে গেল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে