চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং কোপা ডেল রে থেকে অনেক আগেই বিদায় ঘটে গিয়েছিল বার্সেলোনার। কিন্তু লা লিগার দৌড়ে শুরু থেকেই এগিয়ে জাভি হার্নান্দেজের বার্সেলোনা। কঠোর সংকল্প আর কঠিন সব লড়াই শেষে সাফল্যের মুখ দেখলো কাতালানরা। স্প্যানিশ লা লিগার ৪ ম্যাচ বাকি থাকতেই ২৭তম লিগ শিরোপা জয় করে নিলো বার্সেলোনা। ২০২১ সালে লিওনেল মেসি চলে যাওয়ার পর এই প্রথম কোনো লিগ শিরোপা ঘরে তুললো বার্সা। গত ১৪ মে রাতে কাতালান ডার্বিতে এস্পানিওলের মাঠে গিয়ে ৪-২ ব্যবধানে ম্যাচ জয় করেই শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠা বার্সা ফুটবলাররা। দলের হয়ে জোড়া গোল করেছেন রবার্ট লেওয়ানডস্কি। বাকি দুই গোল করলেন অ্যালেক্স বালদে এবং হুলিয়ান কোউন্দে। এস্পানিওলের হয়ে ২ গোল করেন হ্যাভিয়ের পুয়াদো এবং জোসেলু।

এস্পানিওলের বিপক্ষে এই জয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ালো ৮৫। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭১। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদেরও সমান ম্যাচে পয়েন্ট ৬৯। বাকি চার ম্যাচে বার্সেলোনা হেরে গেলে এবং রিয়াল জিতলেও লাভ হবে না। ২ পয়েন্টের ব্যবধান থেকে যাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে