বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আল আমিন হোসেন দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় সোনারগাঁও ইউনিভার্সিটিতে সম্প্রতি আইন বিভাগে ভর্তি হন। ২০১৩ সালে জাতীয় দলে যোগদানের পর থেকে ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার হিসেবে দলে আসা-যাওয়ার মধ্যেই আছেন আল আমিন হোসেন। দলের প্রয়োজনে ডানহাতি ব্যাটসম্যান হিসেবেও খেলে থাকেন। ঘরোয়া ক্রিকেটে বরিশাল বার্নার্স, খুলনা দলেও খেলেছেন তিনি।

আল আমিন হোসেন খেলোয়াড় ও  শিক্ষা জীবনের ক্যারিয়ারে আরেকটি পালক যোগ করার জন্য আইন বিভাগে ভর্তি হন। যার ধারাবাহিকায় সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রীন রোডের ক্যাম্পাসে এসে ভর্তি হয়ে বলেন, দেশের প্রচলিত আইনের প্রতি সম্মান রেখে আইনের বিভিন্ন ধারা সম্পর্কে জানার আগ্রহ থেকেই আমি সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগে ভর্তি হয়েছি। ভর্তির সুযোগ করে দেয়ার জন্য তিনি সোনারগাঁও ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানান। আল আমিন হোসেন গত সোমবার (১৪ মে) সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর শামীম আরা হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সোনারগাঁও ইউনিভার্সিটির পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, ভর্তি বিষয়ক পরিচালক মো: ওমর ফারুক মোল্লা, হেড অব পিআর নাহিদ হাসান, সিনিয়র এডমিশন এক্সিকিউটিভ মো: রাসেল আহমেদ, ক্রিকেটার মেহরাব হোসেন জসি উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে