ওয়ানডে বিশ্বকাপের বছরে দারুণ খেলছে পাকিস্তান। আগের ম্যাচেই ৫০০তম জয়ের মাইলফলকে পৌঁছায় বাবর আজমরা। গত ২৯ এপ্রিল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রান করে। এই রানকে মামুলি বানিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে তাদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে পাকিস্তান।
নিউজিল্যান্ড ৩৩৬ রানের বড় টার্গেট পাকিস্তানকে দিলেও তা মামুলি বানিয়ে ফেলেন ১৪৪ বলে ১৮০ রানের ইনিংস খেলা ফখর জামান। অন্যদিকে, ব্যক্তিগত ফিফটির পর ইমামের মতো বেশিদূর যেতে পারেননি বাবর। ইশ সোধির দারুর এক ডেলিভারিতে বিদায় নেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। ৬৬ বলে ৬৫ রান করেন বাবর।পাকিস্তানও ম্যাচটা জিতেছে ৭ উইকেটের ব্যবধানে, ১০ বল হাতে রেখেই। বৃথা গেছে নিউজিল্যান্ডের হয়ে ড্যারিল মিচেলের ১২৯ রানের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড : ৫০ ওভারে ৩৩৬/৫ (ইয়াং ১৯, বাওয়েস ৫১, মিচেল ১২৯, লাথাম ৯৮, নিশাম ১৭ , চ্যাপম্যান ১, নিকোলাস ৬, নাসিম ১০-০-৪৯-১, ইহসানউল্লাহ ৮-০-৬০-০, রউফ ১০-০-৭৮-৪, নেওয়াজ ৭-০-৪০-০, উসামা ১০-০-৬৬-০, সালমান ৫-০-৩৪-০)
পাকিস্তান: ৪৮.২ ওভারে ৩৩৭/৩ (ফখর ১৮০*, ইমাম ২৪, বাবর ৬৫, শফিক ৭, রিজওয়ান ৫৪*; হেনরি ৯.২-১-৫৯-১, শিপলি ১০-০-৫৮-১, নিশাম ৯-০-৬৪-০, সোধি ১০-০-৭৯-১, রবীন্দ্র ১০-০-৭৫-০)
ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ফখর জামান।