শাহ্জালাল ইসলামী ব্যাংকের শিক্ষা বৃত্তি কার্যক্রমের আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ২০২২ সালে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের (এইচএসসি/সমমান অধ্যয়নরত শিক্ষার্থী) মাঝে বৃত্তি দেওয়া হবে। নিচের শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলী পূরণ সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।আবেদনের ফরম শাহ্জালাল ইসলামী ব্যাংকের সব শাখায় অথবা http://www.sjiblbd.com/download/scholarshipform2022.pdf থেকে সংগ্রহ করা হবে।
বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা : বিজ্ঞান বিভাগ : বিভাগীয় শহর/সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জিপিএ-৫, সিটি কর্পোরেশন এলাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জিপিএ-৪.৮০ থাকতে হবে। অন্যান্য বিভাগ : বিভাগীয় শহর/সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জিপিএ-৪.৮০, সিটি কর্পোরেশন এলাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জিপিএ-৪.৫০ থাকতে হবে।
জেনে রাখুন : যে সব আবেদনকারীর পিতা/মাতার বাৎসরিক আয় ১৫০০০০ টাকার উর্ধ্বে, তাদের আবেদনপত্র গৃহীত হবে না।
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ : ১৫ মে ২০২৩।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা : হেড অব ফাউন্ডেশন, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড, শাহ্জালাল ইসলামী ব্যাংক টাওয়ার, প্লট নম্বর-৪, ব্লক-সিডব্লিউএন(সি), গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা-১২১২ বরাবরে আবেদনপত্র পাঠাতে হবে।