স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাজস্ব খাতে ৫ ধরনের ৬০১টি পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলজিইডির আওতায় রাজস্ব কাঠামোভুক্ত সার্ভেয়ার ৮৮টি, ইলেকট্রিশিয়ান ৮৪টি, মুয়াজ্জিন ১টি পদসহ মোট ১৭৩টি শূন্য পদে লিখিত পরীক্ষা আগামী ৫ মে অনুষ্ঠিত হবে। এ ছাড়া অফিস সহকারী ১৭১টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২৫৭টি পদসহ মোট ৪২৮টি শূন্য পদে লিখিত পরীক্ষা ১২ মে অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার স্থান ও সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের https://www.lged.gov.bd-এ ওয়েবসাইটে ও আবেদনে উল্লেখিত মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমে যথাসময়ে জানানো হবে।

লিখিত পরীক্ষার বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন :

https://www.lged.gov.bd/sites/default/files/files/lged.portal.gov.bd/notices/b90c5203_4208_4d59_968e_a5009ccd6eb1/2023-04-15-06-08-b850a5dd8fd69f74abb2dbf1ac3af301.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে