নিউজিল্যান্ডের বিপক্ষে ২য় টি-টোয়েন্টিতে গত ১৫ এপ্রিল পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ইনিংসের শেষ বলে নিশামকে চার মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির বিশ্বরেকর্ড করেন । বাবর তিনটি সেঞ্চুরিরই অধিনায়ক হিসেবে করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে তিন সেঞ্চুরি এই প্রথম। দুটি করে সেঞ্চুরি নিয়ে এত দিন বাবরের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন ভারতের রোহিত শর্মা ও সুইজারল্যান্ডের ফাহিম নাজির।

বাবরের সেঞ্চুরির বিশ্বরেকর্ডের রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৮ রানের জয় পায় পাকিস্তান। বাবরের অপরাজিত ১০১ ও মোহাম্মদ রিজওয়ানের ৫০ রানে ভর করে পাকিস্তান ৪ উইকেটে ১৯২ রান করে। তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস ৭ উইকেটে ১৫৪ রানে থেমে যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে