সুপ্রিয় ৪৫তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় প্রতিযোগীর সংখ্যা থাকে অনেক বেশি থাকে, কাজেই তোমাদের প্রস্তুতিও নিতে হবে গুরুত্ব সহকারে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা’ থেকে ৮টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
ক. নাফ খ. কর্ণফুলি
গ. নবগঙ্গা ঘ. ভাগীরথী
উত্তর: ক. নাফ।
২. বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত বর্গমাইল?
ক. ১৯৫০ বর্গমাইল খ. ২৪০০ বর্গমাইল
গ. ১৮৮৬ বর্গমাইল ঘ. ৯২৫ বর্গমাইল
উত্তর: খ. ২৪০০ বর্গমাইল।
৩. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?
ক. ফ্যাদোমিটার খ. সাবমেরিন
গ.অ্যানিওমিটার ঘ. জাইরোকম্পাস
উত্তর: ক. ফ্যাদোমিটার।
৪. পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
ক. রামপাল খ. চন্দ্রগুপ্ত
গ. ধর্মপাল ঘ. আদিশূর
উত্তর: গ. ধর্মপাল।
৫. কিওক্রাডং-এর উচ্চতা প্রায়-
ক. ১০১০ মিটার খ. ১৫৩০ মিটার
গ. ১২৩০ মিটার ঘ. ১৩৬৪ মিটার
উত্তর: গ. ১২৩০ মিটার।
৬. পদ্মা নদীর শাখা নদী কোনটি?
ক. সুরমা খ. গোমতী
গ. ধলেশ্বরী ঘ. মাথাভাঙ্গা
উত্তর: ঘ. মাথাভাঙ্গা।
৭. লালবাগের কেল্লা স্থাপন করেন কে?
ক. শায়েস্তা খাঁ খ. শাহ সুজা
গ. টিপু সুলতান ঘ. ইসলাম খান
উত্তর: ক. শায়েস্তা খাঁ।
৮. কোনটি জলবায়ুর উপাদান নয়?
ক. উষ্ণতা খ. আর্দ্রতা
গ. সমুদ্রস্রোতা ঘ. বায়ুপ্রবাহ
উত্তর: ক. উষ্ণতা।