বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি/এমপিও কলেজ এবং মেধাবী শিক্ষার্থীদের পিএইচডি ফেলোশিপ দেবে।

ফেলোশিপের ভাতা : গবেষকেরা ফেলোশিপের ভাতা হিসেবে প্রতি মাসে ৩০ হাজার টাকা পাবেন। যোগ দেওয়ার তারিখ থেকে সর্বোচ্চ ৩৬ মাস এ ভাতা পাবেন। ফেলোশিপের জন্য নির্ধারিত আবেদনপত্র, তথ্য, শর্তাবলি ইউজিসির ওয়েবসাইট (www.ugc.gov.bd) থেকে ডাউনলোড করতে পারবেন।

আবেদন ফি : জনতা ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে ৩০০০ টাকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুকূলে জমা দিয়ে ওই টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রয়োজনীয় কাগজপত্রসহ সম্পূর্ণ আবেদনের একটি সেট পরিচালক, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবরে পাঠাতে পারেন অথবা জীবনবৃত্তান্ত এবং তথ্য চার্টসহ আবেদনপত্রের সফট কপি (director_research@ugc.gov.bd) ই–মেইল করতে পারেন।

আবেদনের শেষ তারিখ: ২৫ এপ্রিল ২০২৩।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে