কেইন উইলিয়ামসন আসিতা ফার্নান্দোর শেষ বলটি পুল করতে চান। বল ব্যাটে না লাগলেও উইলিয়ামসন ছুটলেন রানের জন্য। জিততে হলে এই বলে ১ রান নিতেই হবে! উইকেটকিপার নিরোশান ডিকভেলা বল হাতে নিয়ে স্ট্রাইক প্রান্তে স্টাম্প ভাঙতে চাইলেন, হলো না। বোলার আসিতা বল তুলে নিয়ে থ্রো করলেন নন স্ট্রাইক প্রান্তে। সরাসরি থ্রোয়ে ভেঙে গেল স্টাম্প। মাঠের আম্পায়ার সাহায্য চাইলেন টিভি আম্পায়ারের। রুদ্ধশ্বাস অপেক্ষার পর তৃতীয় আম্পায়ার জানালেন, উইলিয়ামসন নটআউট। স্কোরবোর্ডে যোগ হলো নিউজিল্যান্ডের ১ রান। যে রানে পঞ্চম দিনের শেষ বলে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড।

৭৫ বছর পর টেস্ট ক্রিকেট দেখল শেষ বলে ম্যাচ জয়। ১৯৪৮ সালের ২০ ডিসেম্বর ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড শেষ বলে টেস্ট জিতেছিল। টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে শেষ বলে টেস্ট জয়ের দ্বিতীয় ঘটনা এটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে