এম.কামাল উদ্দিন, রাঙামাটি: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় রাঙামাটির কর্ণফুলী সম্মেলন কক্ষে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও আসবাবপত্র সরবরাহকরণ শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা উপকরণ সমাগ্রী কম্পিউটার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

গতকাল সকাল ১০টায় বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে নিখিল কুমার চাকমা, চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে শিক্ষা উপকরণ সামগ্রী ডেক্সটপ কম্পিউটার বিতরণ করেন। এসময় পর্যায়ক্রমে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৯টি ডেক্সটপ, ১০টি আলমারি, ৯টি সুইভেল চেয়ার, ৯টি কম্পিউটার টেবিল এবং ৫ জোড়া বেঞ্চ এ জাতীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত বিতরণ সামগ্রী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন (উপ-সচিব), উপ-পরিচালক মংছেনলাইন রাখাইন, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, সহকারী প্রকৌশলী মিজ্ ত্রয়া সরকার, উপ-সহকারী প্রকৌশলী হাসান মোহাম্মদ নোমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে