ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষ স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে গণবিজ্ঞপ্তিতেও আসন পূর্ণ হয়নি। গণবিজ্ঞপ্তি থেকে তৈরি করা ১১ তম মেধাতালিকা থেকে ২৮৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

ফলে ১৯৫ আসন ফাঁকা থাকায় ১২তম মেধাতালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এ তালিকায় স্থানপ্রাপ্তদের ১৪ ফেব্রুয়ারি অফিস চলাকালীন ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। এছাড়া কেউ মাইগ্রেশন বন্ধ করতে চাইলে ওইদিন বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যলয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) লগইন করে বন্ধ করতে হবে।

গত ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১২তম মেধাতালিকায় মোট ১৯৫ জন ভর্তিচ্ছু বিষয় পেয়েছেন। যার মধ্যে এ ইউনিটে ১৪৯ জন, বি ইউনিটে ৩১ জন ও সি ইউনিটে ১৫ জন। তিন ইউনিটে সর্বশেষ মেধাক্রম ৮ হাজার ৮৪৬, ৩ হাজার ১৮৫ ও ২ হাজার ২১৯।

নতুন বিষয়প্রাপ্তদের ভর্তি সংক্রান্ত সব কার্যক্রম ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টার মধ্যে শেষ করতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে