সোনারগাঁও ইউনিভার্সিটির বিবিএ ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী মুকিদুল ইসলাম মুগ্ধর বিধ্বংসী বোলিংয়ে হাই-ভোল্টেজ ম্যাচে সাকিবের ফরচুন বরিশালকে ৯ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে হারিয়েছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গত ৭ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের ম্যাচে মুকিদুল ইসলাম একাই ২৩ রানে ৫ উইকেট তুলে নেন। ২০২৩ সালের বিপিএলে প্রথম বোলার হিসেবে ৫ উইকেট নেন মুকিদুল ইসলাম। তার বোলিং তোপে পড়ে মাত্র ১২১ রানেই অলআউট হয়ে যায় সাকিবের ফরচুন বরিশাল।

ম্যাচটা জিততে কুমিল্লাকে রীতিমতো ঘাম ঝড়াতে হয়েছে। এবাদত-সাকিবদের আগুনে বোলিংয়ে শুরু থেকেই ছন্নছাড়া ছিল কুমিল্লার ব্যাটিং। লিটন কুমার দাস ৩৯ বলে ৩৬ রান করার পর শেষ দিকে ক্যারিবীয় ব্যাটিং দানব আন্দ্রে রাসেল ২ চার ও ৩ ছক্কায় মাত্র ১৬ বলে ৩০ রান করলে ৯ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

মুকিদুল ইসলাম মুগ্ধর সাফল্যে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি পরিবার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে