বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক বাছাই (ব্যবহারিক) পরীক্ষা আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, কম্পিউটার ল্যাব, প্রশাসনিক ভবন-২–এ অনুষ্ঠিত হবে। পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৫৮।

স্পেশাল অফিসার ও স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগসংক্রান্ত বাছাই কমিটির সভাপতি মো. মোয়াজ্জেম হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক বাছাই (ব্যবহারিক) পরীক্ষার প্রবেশপত্র ইতিমধ্যে আবেদনকারীর স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে।

প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামের অভ্যর্থনা কক্ষে রিপোর্ট করতে হবে।

স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পদে পরীক্ষার্থীদের বাংলা, ইংরেজি টাইপ এবং সাঁটলিপি বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বাছাই পরীক্ষার বিস্তারিত সূচি দেখতে নিচের লিংকে ক্লিক করুন : https://supremecourt.gov.bd/resources/contents/notice_20230202_1152.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে