শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে ২০২১-২২ সেশনে তৃতীয় স্পট ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামীকাল রোববার (৫ ফেব্রুয়ারি) ৬৮টি আসনে এ ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপিততে বলা হয়, স্নাতক প্রথম বর্ষে তাৎক্ষণিক সাক্ষাৎকারের ভিত্তিতে শূন্য আসনে বিজ্ঞান অনুষদে (সাধারণ) শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে। আগামীকাল রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১২১ নম্বর কক্ষে ভর্তি কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞপিততে আরও বলা হয়েছে, ৫ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে ‘কোটায়’ স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের এবং বিকেল ২টার দিকে বিজ্ঞান অনুষদে (সাধারণ) ৯ হাজার ৪০১ থেকে ১০ হাজার ৫০০ পর্যন্ত আসন খালি থাকা সাপেক্ষে শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে