আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সহকারী সচিব (ড্রাফটিং) পদে লিখিত পরীক্ষা ১৭ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী সচিব (ড্রাফটিং) পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৪৩। পরীক্ষা শুরুর কমপক্ষে ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

সহকারী সচিব (ড্রাফটিং) পদে আবেদনকারী প্রার্থীদের ১০০ নম্বরের ৩ ঘণ্টাব্যাপী ৬ দিন ধরে ৬০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা নিষিদ্ধ। তবে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

লিখিত পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস দেখতে নিচের লিংকে ক্লিক করুন :

http://www.bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/a0e69216_c721_444b_9d67_c6503c7bcda2/Image_058.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে