ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষ সম্মান প্রথম বর্ষের ভর্তিতে অষ্টম মেধাতালিকার ভর্তি শেষ হয়েছে। ভর্তি শেষে এখনও ৪০৮টি অর্থাৎ ২০ দশমিক ৫০ শতাংশ আসন খালি রয়েছে।
গত ২০ জানুয়ারি নবম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় বিষয়প্রাপ্তদের আগামী ২২ জানুয়ারি ভর্তি শেষ করতে হবে।
সর্বশেষ প্রকাশিত মেধাতালিকা থেকে ৭৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর ও আইসিটি সেল সূত্রে এ তথ্য জানা গেছে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অষ্টম মেধাতালিকার ভর্তি শেষে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে মোট ৪০৮টি আসন খালি রয়েছে।
গত ২০ জানুয়ারি বিষয় বরাদ্দ দিয়ে নবম মেধাতালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একই সাথে ২২ জানুয়ারি অফিস চলাকালীন আগ্রহীদের ভর্তি কার্যক্রম শেষ করতে হবে মর্মে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এ তালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি শেষে আসন খালি সাপেক্ষে দশম মেধাতালিকা প্রকাশ করা হবে।