বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ৭ ধরনের পদে জনবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিসাবরক্ষক, কম্পিউটার অপারেটর ও  সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদের পরীক্ষা ২০ জানুয়ারি এবং মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও ক্যাশিয়ার পদের পরীক্ষা ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বেঞ্চ সহকারী পদের পরীক্ষা আগামী ৩ ফেব্রুয়ারি ও অফিস সহায়ক পদের পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ৭ ধরনের পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ৯০৭ জন।

প্রার্থীদের প্রবেশপত্র http://brta.teletalk.com.bd/ এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। পরীক্ষার বিস্তারিত সময়সসূচি দেখতে নিচের লিংকে ক্লিক করুন :

http://www.brta.gov.bd/sites/default/files/files/brta.portal.gov.bd/notices/6d726d53_395e_4d74_97d9_e28a98127df4/2023-01-16-13-45-ed53d8aea7a2d767534649ad7ce51cdb.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে