অস্ট্রেলিয়ার ক্রিকেট দল ফেব্রুয়ারি মাসে ভারত সফরে আসছে। ভারতের বিরুদ্ধে ৪টি টেস্ট এবং ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ভারতে টেস্ট সিরিজের জন্য প্যাট কামিন্সের নেতৃত্বে ১৮ জনের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নিতে এই সিরিজ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

ভারত সফরের কথা মাথায় রেখে দলে অতিরিক্ত স্পিনার রেখেছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। কারণ ভারত টেস্টে স্পিন সহায়ক উইকেট করবে। তাই ন্যাথন লিঁয়র পাশাপাশি আরও কয়েকজন স্পিনারকে সাথে নিয়ে ভারতে যাচ্ছে টিম অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া দলের স্কোয়াড : প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন আগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, জস হেজেলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, ন্যাথন লিঁয়ন, লান্স মরিস, টড মুরফি, ম্যাট রেনশো, মিচেল স্টার্ক এবং মিচেল সুইপসন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে