সুপ্রিয় ৪৫তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৫তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ হয়েছে। কাজেই তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান- আন্তর্জাতিক বিষয়বলী’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

১. চন্দ্রাভিযানে আর্টেমিস-১ রকেট কোন তারিখে উৎক্ষেপণ করে নাসা?

ক. ১৫ নভেম্বর ২০২২ খ. ১৬ নভেম্বর ২০২২ গ. ১৮ নভেম্বর ২০২২ ঘ. ১৭ নভেম্বর ২০২২

উত্তর: খ. ১৬ নভেম্বর ২০২২।

২. চীন কবে বিশ্বের বৃহত্তম সৌর ড্রোনের সফল উড্ডয়ন করে?

ক. ৩ সেপ্টেম্বর ২০২২    খ. ৭ সেপ্টেম্বর ২০২২

গ. ৯ সেপ্টেম্বর ২০২২     ঘ. ৮ সেপ্টেম্বর ২০২২

উত্তর: ক. ৩ সেপ্টেম্বর ২০২২।

৩. বুকার পুরস্কার প্রবর্তিত হয় কোন সালে?

ক. ১৯৭০ সালে খ. ১৯৬৮ সালে গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৭২ সালে

উত্তর: গ. ১৯৬৯ সালে।

৪. গণিতের সবচেয়ে সম্মানজনক পুরস্কারের নাম কী?

ক. অ্যাবেল পুরস্কার খ. নোবেল পুরস্কার গ. বুকার পুরস্কার ঘ. ম্যাগসেসে পুরস্কার

উত্তর: ক. অ্যাবেল পুরস্কার।

৫. ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু দায়িত্ব গ্রহণ করেন-

ক. ২৭ জুলাই ২০২২  খ. ২৮ জুলাই ২০২২  গ. ২৬ জুলাই ২০২২  ঘ. ২৫ জুলাই ২০২২

উত্তর: ঘ. ২৫ জুলাই ২০২২।

৬. আয়তনে বিশ্বের ৯ম বৃহত্তম দেশ কোনটি?

ক. পাকিস্তান  খ. কাজাখস্তান  গ. চীন  ঘ. কানাডা

উত্তর: খ. কাজাখস্তান।

৭. শ্রীলংকা স্বাধীনতা অর্জন করে কোন সালে?

ক. ৪ ফেব্রুয়ারি ১৯৪৮ খ. ৯ ফেব্রুয়ারি ১৯৪৮ গ. ৮ ফেব্রুয়ারি ১৯৪৮ ঘ. ৭ ফেব্রুয়ারি ১৯৪৮

উত্তর: ক. ৪ ফেব্রুয়ারি ১৯৪৮।

৮. যাত্রীবাহী বিমান সি-৯১৯ কোন দেশের তৈরি?

ক. চীন খ. রাশিয়া গ. জাপান ঘ. যুক্তরাজ্য

উত্তর: ক. চীন।

৯. কাজাখস্তান স্বাধীন হয় কোন সালে?

ক. ১৫ ডিসেম্বর ১৯৯১ খ. ১৭ ডিসেম্বর ১৯৯১ গ. ১৬ ডিসেম্বর ১৯৯১ ঘ. ২০ ডিসেম্বর ১৯৯১

উত্তর: গ. ১৬ ডিসেম্বর ১৯৯১।

১০.  জুলু কোন দেশের বড় জাতিগোষ্ঠী?

ক. ভারত   খ. দক্ষিণ আফ্রিকা

গ. নাইজেরিয়া    ঘ. মিসর

উত্তর: খ. দক্ষিণ আফ্রিকা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে