সুপ্রিয় ৪৫তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৫তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ হয়েছে। কাজেই তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান-বাংলাদেশ বিষয়বলী’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

১. বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে?

ক. সেলিনা হোসেন খ. মুহাম্মদ সামাদ গ. মুহাম্মদ নূরুল হুদা ঘ. রেজাউদ্দিন স্টালিন

উত্তর: ক. সেলিনা হোসেন।

২. বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম কী?

ক. রেহমান সোবহান           খ. নুরুল ইসলাম

গ. আব্দুর রউফ তালুকদার  ঘ. ওয়াহিদউদ্দিন মাহমুদ

উত্তর: গ. আব্দুর রউফ তালুকদার।

৩. দেশের প্রথম নারী অর্থসচিবের নাম কী?

ক. ফাতিমা ইয়াসমিন খ. কবিতা খানম গ. রাজিয়া বেগম ঘ. ফারজানা ইসলাম

উত্তর: ক. ফাতিমা ইয়াসমিন।

৪. বাংলাদেশের ১৩তম প্রধান নির্বাচন কমিশনার কে?

ক. মো: আলমগীর খ. কাজী হাবিবুল আউয়াল গ. রাশেদা সুলতানা ঘ. মো: আনিছুর রহমান

উত্তর: খ. কাজী হাবিবুল আউয়াল।

৫. বাংলাদেশের মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা কত?

ক. ৪৭ জন  খ. ৪৮ জন  গ. ৫০ জন  ঘ. ৪৯ জন

উত্তর: খ. ৪৮ জন।

৬. বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি?

ক. জয় বাংলা  খ. আমরা সবাই বাঙালি  গ. রাষ্ট্রভাষা বাংলা চাই  ঘ. সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী

উত্তর: ক. জয় বাংলা।

৭. বাংলাদেশে তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?

ক. টাঙ্গাইল খ. যশোর গ. নারায়ণগঞ্জ  ঘ. ঝিনাইদহ

উত্তর: ঘ. ঝিনাইদহ।

৮. পদ্মা সেতুর পিলার সংখ্যা কতটি?

ক. ৪১টি খ. ৪৪টি গ. ৪৩টি ঘ. ৪২টি

উত্তর: ঘ. ৪২টি।

৯. দেশের ষষ্ঠ নগর উন্নয়ন কর্তৃপক্ষ কোনটি?

ক. বরিশাল খ. কুমিল্লা গ. গাজীপুর ঘ. নারায়ণগঞ্জ

উত্তর: গ. গাজীপুর।

১০.  বাংলাদেশের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী কতজন?

ক. ২ জন   খ. ৩ জন

গ. ৪ জন    ঘ. ৫ জন

উত্তর: খ. ৩ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে