দেশের অন্যতম সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়, সোনারগাঁও ইউনিভার্সিটিকে নতুন বছরে শুভেচ্ছা জানিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক। আজ রোববার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গ্রীন রোডে সোনারগাঁও ইউনিভার্সিটির ক্যাম্পাসে কেক কাটা ও মিষ্টিমুখ করার মাধ্যমে শেষ হয় স্বল্প পরিসরের এই আয়োজন।
শাহজালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে সোনারগাঁও ইউনিভার্সিটিকে শুভেচ্ছা জানান, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মহাখালী ব্রাঞ্চের প্রধান এ কে এম ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল বাশার ও ট্রেজারার প্রফেসর মো: আল-আমিন মোল্লা।
এ সময় দু’পক্ষ কুশল ও শুভেচ্ছা বিনিময় করে সুখ-সমৃদ্ধি ও শান্তিময় ২০২৩ কামনা করেন। অন্যান্য বছরের মতোই পারস্পারিক সহযোগিতা ও আন্তরিকতা নিয়ে এগিয়ে যাবে প্রতিষ্ঠান দু’টি।