বয়স ৩৫ পেরিয়ে গেলেও খেলা ছাড়েননি লুইস সুয়ারেজ। উরুগুয়ের এই তারকা ফুটবলার বড় কোনো দল থেকে ডাক না পাওয়ায় নতুন বছরের শুরুতেই ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে নাম লেখালেন সুয়ারেজ। কিংবদন্তি এই স্ট্রাইকারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ব্রাজিলের ক্লাবটি।
গ্রেমিও-র অফিসিয়াল টুইটারেই জানা গেছে এই খবর। যেখানে লেখা হয়েছে, ‘এখন থেকে সুয়ারেজ গ্রেমিও-তে। উরুগুয়ের অন্যতম সেরা ফুটবলার লুইস সুয়ারেজ চলে এসেছেন। এখন থেকে আমাদের জার্সিতে পথচলা শুরু হলো তার।’
২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সুয়ারেজের সঙ্গে চুক্তি করেছে গ্রেমিও। উরুগুয়ের ন্যাসিওনাল থেকে এখন লুইস সুয়ারেজ চলে যাবেন ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে।