বিপিএলের নবম আসর শুরু হচ্ছে ৬ জানুয়ারি। প্রাইজমানি বাড়ানো হচ্ছে বিপিএলের। গত আসরের চেয়ে এ বছর চ্যাম্পিয়ন এবং রানারআপ দল দ্বিগুণ অর্থ পাবে। এ ছাড়া সেরা খেলোয়াড়ের অর্থ পুরস্কারও বাড়ছে ৫ গুণেরও বেশি। গত ৩১ ডিসেম্বর মিরপুরে বিসিবি কার্যালয়ে মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে এ সব তথ্য জানান বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
সব মিলিয়ে এবারের বিপিএলে প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি টাকা। এর মধ্যে শিরোপাজয়ী দল পাবে ২ কোটি টাকা। রানারআপ পাবে ১ কোটি টাকা। টুর্নামেন্টের গত আসরে চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছিল ১ কোটি টাকা। রানার্সআপ ফরচুন বরিশালকে দেওয়া হয়েছিল ৫০ লাখ টাকা। এবার দুটি পুরস্কারের অর্থই দ্বিগুণ করা হয়েছে।
শুধু চ্যাম্পিয়ন আর রানার্সআপ নয়, ব্যক্তিগত সেরার পুরস্কারেও অর্থও বাড়াচ্ছে বিপিএলের আয়োজক কমিটি। গত আসরে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়ে ২ হাজার ডলার পেয়েছিলেন সাকিব আল হাসান। এবার সেটাও কয়েকগুন বাড়িয়ে ১০ লাখ টাকা করার চিন্তা করা হচ্ছে।