বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৯ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডিতে বিসিএসআইআরের পরিষদ সচিবালয়ে অনুষ্ঠিত হবে। বিসিএসআইআরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় মূল প্রবেশপত্র (রঙিন), চাকরির আবেদনের কপি (রঙিন), জাতীয় পরিচয়পত্রের মূলকপি, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ও সব শিক্ষাগত যোগ্যতার সনদের মূলকপিসহ প্রতিটির এক সেট করে ফটোকপি সাথে আনতে হবে। প্রার্থীদের স্বাস্থ্যবিধি মেনে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর ও বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন :

https://images.prothomalo.com/prothomalo-bangla/2022-12/b391aebf-7420-4646-ab6f-b4b705613a42/9212eee7-74e0-48c3-a3c8-9b22d3209eb3.pdf?_gl=1*1shd6gz*_ga*NDQwNTM0MS4xNjQ4NDQ5ODQ4*_ga_VSSFT8LDH3*MTY3MjA0MDY4OS41Ny4xLjE2NzIwNDI0ODguNDQuMC4w

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে