শিক্ষার্থীদের ইউনিক আইডির জন্য ডাটা এন্ট্রির সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিক্স’ (সিআরভিএস) ব্যবস্থার আলোকে এ সময়সীমা বাড়ানো হয়।
গত ১৯ ডিসেম্বর শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর ‘এস্টাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (আইইআইএমএস) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মো. নাসির উদ্দিন গনির সই করা এক অফিস আদেশে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সময়সীমা বাড়ানো হয়। এর আগেও কয়েক দফায় সময় বাড়ানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, আইইআইএমএস প্রকল্পের আওতায় সিআরভিএস ব্যবস্থার আলোকে মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেজ প্রণয়ন ও ইউআইডি দিতে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে স্টুডেন্ট প্রোফাইল ডেটাবেজে সফটওয়ারের মাধ্যমে ডাটা এন্ট্রির কাজ চলমান রয়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত ডাটা এন্ট্রির সময় নির্ধারিত ছিল। এ সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।
উল্লেখ্য, শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়নের কাজ শুরু করে। প্রোফাইলে একজন শিক্ষার্থীর যাবতীয় তথ্য থাকবে। প্রোফাইলের তথ্য থেকে তৈরি করা হবে ইউনিক আইডি।