ডাক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ ডাক বিভাগের অধীনস্থ জরাজীর্ণ ডাকঘরসমূহের সংস্কার/পুনর্বাসন-২য় পর্যায় (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় অস্থায়ী ভিত্তিতে উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৫ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)।
পদের সংখ্যা: ৫টি।
আবেদনের যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরমেয়াদি ডিপ্লোমা। সিজিপিএ-৪-এর স্কেলে কমপক্ষে ৩ থাকতে হবে।
বেতন: মাসিক সাকল্যে ২৭,১০০ টাকা।
বয়সসীমা: ২০২০ সালের ২৫ মার্চ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
আবেদনপত্রের সাথে যে সব কাগজপত্র জমা দিতে হবে: আবেদনপত্রের সাথে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি পাঠাতে হবে।
আবেদন ফি জমা দেয়া: ৫ শত টাকার পোস্টাল অর্ডার/ পে-অর্ডার, প্রকল্প পরিচালক, ‘বাংলাদেশ ডাক বিভাগের অধীনস্থ জরাজীর্ণ ডাকঘরসমূহের সংস্কার/পুনর্বাসন-২য় পর্যায় (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের অনুকূলে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৪ জানুয়ারি, ২০২৩।